চলো সবে শপথ করি   হাতে হাতে হাত ধরি
               বাঁচাই বন্যপ্রাণীরে।
বন্য যে বনে সুন্দর         বনই যে তার ঘর
              ঘরছাড়া না করি তারে।
ওরও আছে সন্তান   মায়া মমতা আছে সমান
               না করি ওরে নিঃশ্ব।
করি যদি অরন্য নাশ       হবে ওদের বিনাশ
               জীবশূন্য হবে বিশ্ব।
আমরা মানুষ যারা       স্বার্থে হয়ে আত্মহারা
              ওদের করি সর্বনাশ।
বনের শোভা ওরা            সৃষ্টিকর্তা বসুন্ধরা
           এইখানেতেই সবার বাস!


চুরি করে আমরা               পশুদের চামড়া
                পাতিয়েছি ব্যবসা।
লোভ যে আজ                   কেড়েছে লাজ
                 কুড়িয়েছি কুৎসা।
আজ মানুষের চেয়েও      পশুরা অধিক শ্রেয়
                বিবেক আজ মৃত।
জীবশ্রেষ্ঠ মানুষ হয়ে     ধরণীতে জনম নিয়ে
             আজকে তারা পরাজিত।
সময় থাকতে তাই          বিবেককে জাগাই
                পালি মানব ধর্ম।
বনের পশু ভাই                  না করি জবাই
              করি তারে রক্ষার কর্ম।  


-----------------
১৮/০৮/২০১৬, কল্যাণী