আয় রে তোরা ঘরে চল বেঁধে দল
                       চল রে তোরা চল।
সূর্য্যি গেল অস্তাচল লও রে হাল
                       চল রে তোরা চল।
দিগন্তে ঐ আকাশ লাল নির্ভেজাল
                       চল রে তোরা চল।
আয় রে ওরে মাথায় তোল সোনা ফসল
                       চল রে তোরা চল।
সাঁর ধরে ঐ মাঠের আল্ ঘরকে চল
                       চল রে তোরা চল।
বল রে বোল চাষার দল জিগির তোল
                       চল রে তোরা চল।
আয় রে ওরে জেলের দল সঙ্গে চল
                       চল রে তোরা চল।
সঙ্গে নিয়ে ধেনুর পাল ওরে রাখাল
                       চল রে তুইও চল।
ঘর ছেড়ে আর কতকাল রইব বল
                       চল রে এবার চল।


-----------------
০২/১০/২০১৬, কল্যাণী