রবি কিরণে এ পৃথ্বী শ্যামলসুজন
মরা নদী আবেগে হইল খরস্রোতা
চঞ্চলা ঝর্ণা কয় পথের অভিজ্ঞতা
ভোরের পাখির কন্ঠে প্রভাতী কুঞ্জন।
সঙ্গীতের তানে জোড়ে ভাতৃত্ববন্ধন
ছন্দের তালে আনে প্রেমরসের ধারা
একূল ওকূল তাহায় মজিয়া সারা    
অক্ষরে অক্ষরে সজীব হৃদস্পন্দন।


হে রবি আজি এ বোশেখীর দিনে বলি
জ্বালিয়ে ভষ্ম করো সকল অহংকার
হৃদকাননে প্রস্ফুটিত করো আবার
সৌহার্দ্য, সম্প্রীতির জোড়া কুসুমকলি।
ভাবনার গগনে মুক্ত করো হে মোরে
ভাসিবারে চাই আজি মেঘেরও পাড়ে।


-----------------
০৯/০৫/২০১৮, কল্যাণী