হিমালয়, তব গুণের নাই তুলনা
শত্রুকে দিয়া বাঁধা হইয়াছ সীমানা।
আনিলে বরষা মম ভারতভূমিতে
রক্ষা করিছ সদা শৈতের ক্লেশ হতে।
করিলা সৃষ্টি গঙ্গা, যমুনা, ভাগীরথী
অবিরাম প্রবাহে আজও তার গতি।
অমৃতসম বারি দিয়াছ উপহার
মোদের প্রতি তব দয়া-দান অপার।
যেই দেশের পরে আছে তব আশিস
তারে অনিষ্ট বৃথা প্রয়াস অহর্নিশ।
সদা দাড়ায়ে রহে তুমি উন্নত শিরে
আগলি রাখিছ মম ভারতভূমিরে।
মোদের কাছে তপস্বী তুমি দেবতুল্য
তুমি মহান তুমি ত্রয়ী তুমি অমূল্য।


------------------
২৭/০৭/২০১৬, কল্যাণী