ছেলেটি জানে না প্রেমের মানে
বৃথা খোঁজে কাছের মানুষটিরে
এথা সেথা অর্ধনগ্নদের ভিড়ে।
লুকিয়ে সে কোনে
হৃদয়ের গহীনে  
গহন অরন্যে।
সেথা আছে কোনো এক মেয়ে
লজ্জিত নয়নে সে রয়েছে চেয়ে
কিঞ্চিৎ রাঙা রোদ
রয়েছে লাবন্যে।
যখন সে দেখবে অন্তরে ঝুঁকে
গহীনের মেয়েটিরে
বারে বারে পিছন ফিরে,
আয়নাও হবে সে পলকে পলকে।
হয়তো বা সেই মেয়ে
দেখা দেয় মাঝে মাঝে
কখনও রাতে কখনও বা প্রাতে
তবু সেই ছবি
মেলাতে ভাবি
ভুল করে মন অজ্ঞাতে।
হালকা আভাসে
হৃদয়ে সে ভাসে
ছুঁয়ে দিলে হাত
আঁধারেতে মেশে।
হয়তো বা সে থাকে চোখের কাছে।
কোনো দ্বিধা করে বারণ এগোতে তাকে
হয়তো সেই মেয়ের মনেও সে থাকে
ইচ্ছেটা বাঁধা তার
                 সেই অরণ্যের কোনো গাছে।


--------------
২৪/০৯/২০১৬, কল্যাণী