জননী তোমারে জানাই শতকোটি প্রণাম
আনিলে ভূবনে মোরে, দিয়াছ এ নাম।
দশমাস দশদিন মোরে রাখিলে জঠরে
কত বেদনা সহে তুমি পালিয়াছ মোরে।
কাঁদিলে আমি অশ্রুজল মুছিয়াছ আঁচলে
দোষ করিয়াছি যখন বাঁধিয়াছ শিকলে।


কেমনে শোধিব মাগো দুধেরই ঋণ
সাতজনম তপসিলেও শোধিবে না এ ঋণ।
রাখিয়াছিলে আঁচলতলে পরম সুখে
দেখো মা আছি আজ বড় দুঃখে।
না বুঝি কত দুখ্ দিয়াছি তোমায়  
বুঝিয়াছি রে আজ মা হারা বাঁচা বড় দায়।


হারায়েছি এ জীবনে দুর্মূল্য সম্পদ
যার চাহি দামী কিছু নাহি মিলে এযাবদ্।
যদি কেহ বলে মোরে সুখ কোথা মেলে
বলিব সুখ যত মিলে ওরে মায়ের চরণতলে।
মাগো! আজ লাগে বড় একা তোমারি বিহনে
কাঁদি তাই একলা একা নীরবে গোপনে।
বাসনা একটাই, পরজনম যদি পাই ধরায়
তোমারি ক্রোড়ে যেন একটু জায়গা হয়।


-------------
২৫/০৭/২০১৬, কল্যাণী