ছাইলো মেঘে আকাশ সূর্য অন্তরালে
শত শত তরুণ প্রাণ যাবে বুঝি ঢলে।
বিস্তর বনানী, শস্যক্ষেত্র, বৃক্ষরাজি
ধু ধু মরু হবে সবকিছু বুঝি।
জ্বলবে আগুন চিতায় দাউ দাউ করে
কালো ধোয়া পাঁক খেয়ে উঠবে ওপরে।
বাজবে দামামা যুদ্ধ আর হিংসার
জ্বলেপুরে খাক্ হবে সকল অঙ্গীকার।
কাঠ পোড়া খট্-খট্ শব্দ ধ্বনিত হবে
আকাশে বাতাসে কল্লোলিত হবে
যার মাঝে যাবে না শোনা
শত শত মায়ের শোকাতুর কান্না।
ভেঙে দিয়ে সকল শান্তির স্তব্ধতা
শোনা যাবে কবর খোড়া কোদালের শব্দটা।
সেই কবরে নিদ্রা যাবে শত শত তরুণ প্রাণ
যারা হবে শিকার হিংসার, খোয়াবে জান।
'যুদ্ধ' যা কাড়ে ছেলে মায়ের কোল হতে
প্রার্থনা এই যাক তা সমূলে নিপাতে।
কেন মাতি আমরা এই ধ্বংসলীলায়
যা শুধু হিংসা'ই ছড়ায় শান্তি নয়।
তাই এসো ভাই সুর মিলিয়ে গাই
যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই!  


#২০১৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির প্রাক্কালে রচিত।