চল সই আমার সাথে
চুপি চুপি জ্যোৎস্না রাতে
এক অচেনা দেশে,  
চাঁদনি রাতে গাঙ্গের জলে
মাঝি হব তুই থাকিলে
নতুন বধূর বেশে।


উজান ঢেউয়ে টালমাটালে
নৌকা যদি হেলে দোলে
ভয় কি আছে বল!  
আমি আছি বৈঠা হাতে
লড়ব লড়াই একই সাথে
থাকুক অথৈ জল।


ঐ পাড়েতে আছে জানি
সুখ নামে এক মহারানী
দুঃখ হেথা নাই,  
সে রানী যে মায়াযাত্রী
ডাকে আমায় দিবারাত্রি
চল রে সখী যাই।


রাত হলে তুই দেখবি ওরে
হাজার তারায় আকাশ ভরে
মেঘের গায়ে ছুঁয়ে,
পূর্ণিমার ঐ চাঁদ উঠেছে
কুসুমবাগে ফুল ফুটেছে
শিউলি, চাঁপা, জুঁইয়ে।


হেথায় দুজন মায়ামাটির
বাঁধবো রে এক ছোট্ট কুঠির
বটের ছায়ার তলে,
গান গাইব মনের সাধে
কোকিলটাও সুর বাঁধে
বকুল গাছের ডালে।


---------------
০৫/০৯/২০১৭
কল্যাণী, নদীয়া