কান্না দেখো হাসির পরে
দিবারাত্রি জ্বলে,
শুনলে কভু হাসির কথা
লুচির মতো ফোলে।
ঈর্ষা বুকে আক্রোশেতে
সে যে করে গান,
হাসি যদি না থাকতো
থাকতো আমার মান।
সবাই তারে ভালোবাসে
আমায় বাসে না,
রাখে তারে ঠোঁটের কোণে
আমায় রাখে না।
হাসি বলে কান্না ছাড়া
আমার কি দাম ভাই!
সে যে আমার প্রাণের দোসর
গর্ব করে গাই।


-------------
০৪/০৬/২০১৮
ডালখোলা, উঃ দিনাজপুর