যেখানে   বিরহ হৃদয়ের পাষাণ চূর্ণ করে
            বয়ে চলে প্লাবনের ধারায়।
            সমুদ্রের সফেন ঢেউ
            নদীর কোমলতা গ্রাস করে।
                          সেখানে কলম চলুক।


যেখানে   আকাশ পর্বতের মাথায় চুম্বন করে
            স্নেহের পরশ মাখায়।
            প্রেমিকার নীল চোখ
            ধীরে ধীরে তোমায় সাগরগহীনে নিয়ে চলে।
                          সেখানে কলম চলুক।


যেখানে   গুটিকয়েক নিষ্ঠুর লাল চোখ
            হাজারো নিপীড়িত কণ্ঠ রুখে দেয়।
            নির্ভয়া, জ্যোতি, প্রিয়দর্শিনীর মতো
            মনুষ্যত্ব বারবার ধর্ষিত হয়।
                          সেখানে কলম চলুক।


যেখানে   চেতনা বিষাক্ত খাঁচায় বন্দী
            গুমরে মরে অসহ্য যন্ত্রণায়।
            জাতির সকল অঙ্গীকার
            ক্ষুধার্ত শিশুর কান্নায় ঝরে পড়ে।
                          সেখানে কলম চলুক।


*********
২৭/০৫/২০২২
কল্যাণী, নদীয়া