চাইনা আমি থাকতে খাঁচায়
        খাদ্যের অভাব নাই যেথায়
        স্বাধীনতার অভাব বেজায়।
চাইনা আমি সেই গৃহ
        যার প্রাচীর করে বন্ধ
        ভাই ভাইয়ে সম্বন্ধ।
চাইনা আমি এমন শিক্ষা
        যা করে ডিগ্রির ভিক্ষা
        জ্ঞানের আলো অপেক্ষা।
চাইনা আমি সে বিবর্তন
        যা অতীত, অস্তিত্বের বন্ধন
        দেবে সবই বিসর্জন।


চাইগো আমি থাকতে সেথা
        যেথা নাই কোনো মানা
        পেরোতে সীমানা।
চাইগো আমি এমন সমাজ
        যেথা নাই ভেদাভেদ
        জাতপাত, বর্ণভেদ।
চাইগো আমি মানব মিল
        হিন্দু-মুসলিম ভাই ভাই
        রক্তের বর্ণ একই।
চাইগো আমি সেই কুঠরি
        যেথা ঢুকবে চাঁদের আলো
        ঘুঁচবে আঁধার কালো।


----------------
১৬/০৮/২০১৬
কল্যাণী, নদীয়া