ওরা এসেছিল
      রণহুংকারী খড়্গ উচিয়ে
      অশ্বখুরে ধুলো উড়িয়ে
      ধু ধু প্রান্তর মাঝে।
ওরা এসেছিল
      পৃথ্বীর বুক রক্তলালে রাঙাবে বলে।
      অতৃপ্ত, অদম্য লালসা নিয়ে ওরা
      সুজলার বুকে পা রেখেছিল।
                      
ওরা এসেছিল
      ব্যাপারীর বেশে।
      মিথ্যার আশ্রয়ে বইয়েছিল
      কত রক্ত নদীর ধারা।
      শূন্য করেছিল
      কত অসহায় মায়ের কোল।
      কত মানুষ হল ভিটেহারা!
ওরা শত শত বছর
      ভারতমাতার ইজ্জত করেছে লুন্ঠন
      আকাশে বাতাসে ছড়িয়েছে কত
      সাম্রাজ্যবাদী বিষাক্ত ধোঁয়া।
      কত শিশুর শৈশব করেছে চুরি!


ওরা অনুতাপী হয়নি
ওরা অনুতাপী হয়নি
                 এতটুকু।


ওরা এখনও আছে
      বাতাসের প্রতিটি রেণুতে রেণুতে
      আমাদের ভেতরে প্রবেশ করছে
      অবিরত, অনর্গল।


ওরা হারিয়ে যাবেই
                 একদিন
      এ পৃথিবীর বক্ষ হতে।
      কালের স্রোতে ভেসে যাবে
      ওদের রণভেলা
                 বহুদূর।


পৃথিবী আবার শান্ত হবে!


-------------
০১/০৫/২০১৮, কল্যাণী