আমি সময়     থাকি না কখনও থেমে
                  ছুটি সদা আপন কর্মে
                  ক্লান্তি যতই আসুক নেমে।
আমি সময়     গ্রাহ্য করি না কারও প্রতি
                  রাজা হোক বা মহারথী
                  ধীম হয় না আমার গতি।
আমি সময়     কর্তব্যে অটুট থাকি
                  দিই না কভু ফাঁকি
                  প্রতিজ্ঞাটা মনে রাখি।
আমি সময়     যে আমায় মূল্য দেয়
                  সে জনেতে সফল হয়
                  বাকি সবে ফিরে চায়।
আমি সময়     চলে যাই যদি একবার
                  ডাকো যদি শতবার
                  সারা তুমি পাবে না আর।
আমি সময়     ছুটছি আজ ছুটব কাল
                  তুমিও চলে যাবে কাল
                  রইব আমি অনন্তকাল।


-------------
২৩/০৯/২০১৬, কল্যাণী