ওহে আকাশ! হাজার হাজার সন্তান
তোমার কোলে রয়েছে নিরাপদে।
পারবেনা? আর একটি বঞ্চিত, লাঞ্ছিতের
দায় নিতে?
সে এক নিরাপদ আশ্রয় চায়,  
যেথা সে ঊরুতে মাথা পেতে
লভিবে পরম স্বস্তি হায়
নিঃশ্বাস যাতন হতে।
তুমি তার মাথায় মৃদু হাত বোলাবে
আর গাইবে তার আবদারের সেই
ঘুমপারানি মাসি পিসির গান।
খোকার চোখে ঘুম কই?
দেখবে, দুষ্ট খোকা বদলে গেছে
তোমায় ফেলে যাওয়া ভুলে,  
আঁচলখানি ধরে আছে
শক্ত মুঠোয় চোখের জলে।
পাছে যদি পালাও আবার
সাঁঝের বেলা একা ফেলে,  
খোকার দৃঢ় অঙ্গীকার
করবেনা ভুল মনের ভুলে।


---------------
১৭/০৩/২০১৮
কল্যাণী, নদীয়া