ওর চারপাশ ঘিরে যে মানুষগুলো রয়েছে
     তাদের একজন ওকে ' দেব শিশু'' আখ্যায়
     ভূষিত করেন... প্রতিবস্তুপমা অতিশয়োক্তি      
     তুল্যযোগিতা --ইত্যাদি আলংকারিক প্রশস্তি
     সংশ্লিষ্টের উদ্দেশে আরো কেউ কেউ করেন '
     সে সব শুনে টুনে বিরক্ত বোধ করে মানুষটি
     স্তাবকতার মালাটা ফিরিয়ে দিয়ে বলে ওঠে --
    ' প্লিজ আমাকে 'দেবশিশু' বলে ডাকবেন না,
     দেবতাদের গুণ আমি এখন পর্যন্ত ধারণ
     করতে পারিনি,বরং এক দামাল 'দানবশিশু'
     বলুন এবং স্বর্গলোভী পুন্যপিপাসু অথবা
     জান্নাতপ্রেমী ও দোজকের ভয় প্রদর্শনকারী
     কিংবা প্যারাডাইস হারানোর ভয় দেখায় সাধারণ                                                                                
     মানুষকে, এমন কিছু মর্ত্যবাসীর মুখোসগুলো                  
     টেনে ছিঁড়ে ফেলে তাদের আসল রূপ দেখানোই
     আমার খেলা ....