" আমি বাংলাভাষার একতারাতে প্রাণ হারাতে চাই।                                                                             আমার মায়ের মুখের ভাষার মত ভাষা যে আর নাই " --
সেদিন সাহসী  সোচ্চার হয়েছিল সোনার বাংলা, মাতৃভাষার
সম্মান মর্যাদা ও স্বীকৃতি চেয়ে শাসকের বিরুদ্ধে ; ক্ষুব্ধ প্রতিবাদ
দৃঢ় আন্দোলন রক্তক্ষয় এবং শহিদের রক্তে ভিজেছিল মাটি...


একুশে ফেব্রুঃ ১৯৫২,  চরম যুদ্ধফলাফল ঘোষণা-দিবস,
এবং বাংলাভাষা জয় ছিনিয়ে নিয়ে  প্রতিষ্ঠিত করেছিল নিজেকে
রাজদরবারে,বিজয়পতাকা উড়িয়েছিল বিশ্ব আকাশে, আজো উড়ছে


একুশের ডাক বড়ো করুণ আর্তনাদ, তীব্র জেদ আত্মশ্লাঘার এবং
ডাক নিষ্ঠুর শাসকের বিরুদ্ধে জবাব দিতে,হাতিয়ার হাতে নিতে --
জগৎ জুড়িয়াযত বাঙালি, স্বভূমি পরবাসে -- উত্তিষ্ঠত জাগ্রত,
এস, এস মতৃভাষার রক্তবেদিতলে, রক্তঋণ শোধ করি সবাই মিলে....
উদ্বুদ্ধ প্রেমে, বদ্ধপ্রতিজ্ঞা... সফিকদের তাজা খুনে লাল বাংলামাটি ;


হার মেনেছে শেষপর্যন্ত  উদ্ধতরাজ আত্মতেজি শক্তির কাছে,
জয় হলো তোমারই,স্বীকৃতি, মর্যাদায় স্থান করে নিল রাষ্টভাষার দরবারে !!
আজ দেশ বিভুঁইয়ের বেড়া ভেঙে আকাশে মুক্তিনিশান উজ্জ্বল উড়ছে......
   'পৃথিবীরএক প্রান্ত থেকে অন্যপ্রান্তে জ্বলন্ত
        ঘোঘণার প্রতিধ্বণি তুলে... দামামা বাজিয়ে '
            প্রতিমানসে প্রতিবছরে তোমারই পূজা আয়োজন, একুশে ফেব্রুয়ারি !!!