জগতের নিয়মে সবকিছু,দূরে সরে যায়।
তারাদের দুরত্ব ক্রমশ বাড়ছে। ব্রহ্মান্ডের কি আসে যায়?


প্রকৃতির নিয়মই যদি দূরে চলে যাওয়া হয়,
কেন তবে মায়া,মমতা,ভালোবাসার জন্ম, তায়?


ব্রহ্মান্ড নাকি বেলুনের মত ক্রমশই ফুলছে।
শেষে নাকি আবার সেই বিন্দুতেই মিলবে।


অস্তিত্ব যখন আর থাকে না, দেহে সীমাবদ্ধ।
তখনো সবাই সেই প্রকারান্তরে, ব্রহ্মান্ডেই আবদ্ধ।


যতই বল "ব্রহ্মা এই বিশ্বের অন্তরে এবং বাহিরে"।
অস্তিত্ব কিন্তু সর্বদা সেই ব্রহ্মান্ডের অনন্ত আবর্তে।