ঐখানে ঐ চালতা তলে,
ফিঙে নাচে টিয়ার তালে।


মেঠো পথের পাশটি ধরে,
গ্রাম্য নদী বেজায় ছোটে।


ভোরের বেলায় সবুজ মাঠে,
জোড়া শালিক ঘাসপোকা ঠোঁটে।


দূর হতে তায় দেখে শুনে,
শিক্ষিত বাবু পেন্নাম ঠোকে।


দিন যদি যায় ভালোয় ভালোয়,
পূজা দেবে শনির তলায়।


কাশেম মিঙা আনন্দেতে,
মাঠে ছোটে কাঁস্তে হাতে।


হিঁদু মোছলমান তাঁরই সৃষ্টি।
চল সবাই মিলে আবার শিখি।