তখনো বৃষ্টি নামেনি,গাছেরা শুকিয়ে মুখিয়ে আছে।
অনেক মেঘে মেঘে ঘসাঘসি হল, সব শেষে সেই টপ টুপ টাপ।


শুকনো পান পাতা জলে ভিজে চক চক করছে।
উত্তেজনার উত্তাপে তির তির করে কাঁপছে।


শুদ্ধ পোশাকে রাঙা বৌ পান বরজে ঢুকছে।
পেতলের থালায় সিঁদুর,হলুদ আর বাতাসা আছে।


ওরা যে মানে পান নতুন বৌ এর মত।
তার যত্ন করলে লক্ষী গৃহে অবিরত।