চলেছি সবেগে চারচক্রযানে।
আমাকে যে যেতেই হবে কর্মস্থলে।


সকালের ব্যস্ততম কোলকাতার রাজপথ।
সেন্ট্রাল এভিনিউ বলে সবার অভিমত।


তখন রাজমার্গের মধ্যস্থলে রাঙা কালি মন্দির,
একটু এগোতেই সেই সলজ্জ গ্রে স্ট্রীট গম্ভীর।


সকালের কর্মাভিমুখের যাত্রাতেও ওখানে অনেকে স্থবির।
ওরা এই সকালেও করতে চলেছে নারীদেহের খনন গভীর।


খদ্দের লক্ষী, তাই, এত সকালেও ওদের ঠোঁট রাঙা।
পান কেনার পয়সা নেই, তাই দু পয়সার লিপস্টিক ঘষা।


নখ দন্ত যুক্ত বাবুদের দল, সার বেঁধে মত্ত "দরে"।
মানবিক  যন্ত্র বিক্রি হচ্ছে অমানবিক ক্ষুধার তরে।


ওরা নাকি হাওয়া বাতাস হীন, ঘরে করবে খনন কার্য।
মনি মুক্তা কিছুই না পাবে, শুধুই হারাবে, বীর্য।


এই এক জায়গা যেখানে হারালেও লাগবে দাম।
সমাজের এ এক অতি প্রাচীন অসভ্যতার উদ্দাম।