কোন এক পূর্ব জন্মে ছিলেম সাহিদ।
বাড়ী ছিল কাজাখস্তান ,পাশেই মসজিদ।


দুবেলা নামাজ ছিল নিশ্চয়ই কর্ম।
আল্লাহ্ তখন আমার অন্তরের মর্ম।


মা ছিলেন এক অতি সাধারণ নারী।
নবী হজরত মহম্মদের সেই দান এখনও মানি।


সে জীবনের পরে ,আজ আমি ধর্মীয় হিন্দু।
মহান শংকরাচার্য্য ,এই মা শেখালেন,মহান গুরু।


পাপের যে বোঝা ঘাড়ে, জানি আবার জন্মিতে হবে।
এর পর কোন ধর্ম ,কবে জানব কে জানে।