,,,,,,,,,,,,,,,,,,ইন্টারন্যাশনাল কে,,,,,,,,,,,,,,,


ভালোবাসার কথা বলা যায় না।
ভালোবাসাটা ভেবে চিন্তে হয় না।


ভালোবাসা আত্মা মিশে যায়।
তাই মৃত্যু তেও সেটা থেকে যায়।


এটা এক কথায়"সকল ঘৃণার অবলুপ্তি"।
এটা বুঝতে লাগে যে শুধু শান্ত অনুভূতি।


ভালোবাসাতে লিজ্ঞভেদ নয় জরুরি।
ঠাকুরের মাতৃভাব মা কে ভালোবাসার আকুতি।


আজকে ভালোবাসার দিনে এটাই মনে এলো।
মা কে, তাঁর ছেলে বা মেয়ে দুজনাই ভালোবেসে গেল।


14.02.2023 তারিখে লেখা