আজি কি আসিবে বর্ষা?
একটু জুড়ানোর চেষ্টায় প্রাণটা।


মায়ের আঁচল তো আজ  আর নেই।
এখন পুরোপুরি প্রকৃতির ভরসা তাই।


দাবদাহে শরীরের সবকিছু মনে হয় জ্বলিতেছে।
তুমি একটুও পারো না বৃষ্টিতে আমাদের ভেজাতে?


তুমি যদি আসো তাহলে প্লীজ ঝড় আর এনো না বিদ্যুৎ।
পারলে একাই করো শীতল মানবগন যাহার তরে উন্মুখ।


তোমার ঝর ঝর নুপুরের ধ্বনি আর ঝম ঝমে ধোঁয়াসা আঁচল।
আমার প্রকৃতির সব প্রাণীকুল যাহার তরে আকুল।