কালো বা শ্যামলা রং কোনো হ্যাশ ট্যাগ নয়,
যে পথে-ঘাটে, স্কুল-কলেজে, ক্যাফে, অফিসে,
সোশ্যালে তাকে ট্যাগ করতে হবে!
হ্যাঁ, আমরা কালো নয়তো শ্যামলা
তাই বলে অপমান সহিব, চুপ থাকবো
পড়ে থাকা পথের পাথরের মতো।
পাথরের ঘর্ষণেও আগুন জ্বলে,
কারোর আগুন প্রকাশ পায়,
আবার কারোর আগুন প্রকাশ পায় না
নিজেই নিজেকে প্রেরণা দেয়, শান্ত রাখে–
গায়ের রং যদি শ্যামলা হয় কৃষ্ণের মতো
তবে সৃষ্টিতো নীরব থাকে না,
রাধা কি প্রেম করে না?
যারা বলছে তারাতো জ্বলছে
আমাদের প্রভাত হয়েছে বলে।
প্রভাতে পাখিও ডাকে আবার কুকুরও ডাকে।
কার ডাকে শুভ হয়, মন যায় গলে
কার ডাক আবার অশুভ, যার পিত্তি জ্বলে।
যারা কু-মন্তব্যের অগাধ পাণ্ডিত্য কু-অভ্যাসে
তারাতো আটকে রাখবে কু-কথার ঘেরা জালে।
আমরা যে প্রবাহমান নদী থাকুক যতই ঘেরা আলে,
আমরা ঠিক যাবো আল টপ্‌কে আপন বেগে।
তবুও আগুনটা প্রকাশ পাক, প্রভাতও হোক।
পাখিরা ডাকুক আর কুকুরও ডাকুক,
প্রয়োজন শুধু শক্ত হাতে পোষ মানাতে।


রচনাকাল -
কলকাতা
০৪/০৭/২০২১