ভোরের সূচনা হইত আমার,ঠাকুমার কোমল স্পর্শে;
হাতে খড়ি,পড়াশেখা সবই থাকিত তার নিঃশ্বাসে।
সকাল-বিকেল পড়ানো,সঙ্গে খেলা শিখানো শুধু এটাই ছিল না কাজ;
ঘরের কাজ,মাঠের কাজ,অনুষ্ঠানের রান্না করতে পেতো না লাজ।
সকাল থেকে সন্ধ্যে,কাজ কর্মের মধ্যে চলিত জীবন তার;
কষ্টের স্রোতে, দাঁড় হাতে সংসার করিত পার।
সব কর্মে পক্ত, থাকিত সদা ব্যস্ত ঠাকুমা আমার;
পড়ে বাঁধা কালে,সময়ের জালে ছাড়িল জীবন তার।।



রচনাকাল -
নিজ বাসভবন,
২৮/১১/২০১৬,
সকাল -০৮ঃ৩২,