আমি চরিত্রহীন, আমি ‘ইয়াস’
আমি ভৈরবী প্রকৃতির নিঃশ্বাস।
উষ্ণতায় আমার জন্ম ওহে...
ভৈরকামী অঙ্গে অঙ্গে সর্বাঙ্গে
তৃষ্ণা মেটাই তাণ্ডবে বিধিভঙ্গে,
শক্তি আমার ঠাণ্ডা হওয়ার আগে।
নতুন পরশ আমার বেশ লাগে
আর্দ্রতা ভরা যৌবনে লাবণ্যে,
ঘর্ম আমার বর্ষা রূপে ঝরে
ভৈরকামী ঘর্ষণে তীব্র মন্থনে।
উষ্ণতা আমার কানায় কানায়
মাতাল করে মদির নেশায়
গতির বেগ বিস্তর ভুজায়
মন্থন আমায় ভৈরকামী বানায়।
তৃপ্তি যখন শীতল ছোঁয়ায়
প্রভাব আমার চির নিদ্রায়
ক্লান্তি আমার সর্বনাশা আনায়।
হায় রে, অস্তিত্ব তখন পরম শান্তনায়।


রচনাকাল -
নিজ বাসভবন
২৪/০৫ /২০২১
সকাল- ১০:১৩