চিন দেশের করোনা এবার তুই থাম।
শীতল শীতল স্পর্শ নামুক হৃদয়ের ভাঁজে,
বুকের ভেতর শান্তি যেন প্রিয় জনের মাঝে।
কত লেখা মনের ভেতর তবু বন্ধ মনের খাম॥


ঠাকুর গেছে হাসপাতালে ভগবান রূপে ডাক্তার
ভ্যাকসিন তো ধন্বন্তরি মাস্কটা পরা কি দরকার!
তাই ট্রেনে বাসে আশেপাশে আছে থুতনিতে মাস্কটা
জনসভায় লাগাম হীন বাজে জীবনের বারোটা.....
বোকা মানুষ বোকাই আছে কিছু পাওয়ার লোভে।
মাস্কটা খুলে দু'বাহু তুলে আবেগ মনে জনে জনে
এ গণতন্ত্রের গণ গানে আমরা কি পেলাম?
শুধুই আপন হারালাম, শুধুই আপন হারালাম॥


ছোটো বড়ো আর নেই তো বাকি
কে কাকে আর দেবে ফাঁকি।
ধনী গরিব আজ একই বেডে
দিচ্ছে অবহেলার দাম॥


রচনাকাল -
নিজ বাসভবন
২২/০৪/২০২১