ঘুমহীন চোখটা আজও জেগে থাকে শীতের গভীর রাতে,
যে রাতে একাকী হাসিটাও হাসে ঠোঁটের আলতো আঘাতে।
যে আঘাতটা বড্ড মধুর তোমার ক্ষণিকের প্রফুল্লতায়,
সে আঘাতটা বড্ড যে ছোঁয়াচে। যার ছোঁয়ায় এ মরুভূমিও সাগর হয় নির্দ্বিধায়।