মানুষ,মান হুঁশেই পূর্ণ
          মান পেতে আজ হুঁশ চূর্ণ
আজ ভাবে কালকের কথা
          কাল ভাবে আজকের কথা।
আজ গত-ভাবী ভাবা নয়
          কেন এরূপ সময় ক্ষয়?
এইভাবে কত দিন আর?
           এ ভুল করতে হবে পার।
ভেবে কাটালে সব যে বৃথা
           কর্মে কাটানো আসল প্রথা
এ পারে গত ক্ষত মেলাতে
           এ পারে ভাগ্য পথ দেখাতে।
আজকের শ্রম সব কয়
           প্রভাব সদা হৃদয়ময়।।


রচনাকাল-
নিজ বাসভবন
১৪/০৭/২০২০
রাত্রি - ০৯:২৫