শারদে আকাশ ফেলিতেছে শ্বাস
মেঘ কালো করে, 
জানালার পাশে মাটির সুবাসে
যায় মন ভরে।
চেয়ে দেখি দূরে মাঠ থেকে ঘুরে
ছুটিতেছে কারা, 
সাদা হয়ে বৃষ্টি অপরূপ সৃষ্টি
দেখে আত্মহারা! 
তবু মনে কষ্ট সবই যে নষ্ট
তুমি নেই বলে, 
বৃষ্টি ভেজা রাত সেই হাতে হাত
দিন গেছে চলে।
বৃষ্টি মোর দ্বারে, প্রেম কারাগারে
বন্দি হয়ে আজ, 
চোখে আসে জল মনে কোলাহল
বিনাশে সমাজ। 
বিশ্বে মহামারী কবে যাবে ছাড়ি
জানিনা যে আমি, 
দূরে আছো আজ, করিতেছ কাজ
সেবিকা যে তুমি।


রচনাকাল -
নিজ বাসভবন
০২/০৮/২০২০
সন্ধ্যা - ০৭:১৪