আমি নাহি কোন বিখ্যাত জগতের কবি,
লেখা আমার মুক্ত প্রেমের নিভৃত ছবি।
লেখনী মুক্ত প্রেম দান করেছে আমায়,
পারিনা বসে প্রেমময় গোধূলি,ঊষায়।
ভোরের পাখির এই সুর ধ্বনির ডাকে,
বিষণ্ণ হৃদয়ে নির্মল অনুভূতি আঁকে।


বিছানায় বসে ফুরফুরে কোমল বাতাসের স্বাদে,
সাধারণ মনেও কাব্যিক আবেশের সুড়সুড়ি জাগে।
গোধূলির রক্তিমের মনোহর আলোর বাজনায়,
গরুর নৃত্যে ধূলির গন্ধে সাড়া দেয় কাব্যিকতায়।


আমি নাহি কোন বিখ্যাত জগতের কবি,
মহাসমুদ্রের হয়তো বিন্দু ন্যায় ছবি।
ধূলিকণা আমি, পারব না তো হতে রবি।
আমি শুধু এক তরুণ সাধারণ কবি।।