মাঝে মাঝে তাকে দেখা
             সেই নিয়ে কাব্য লেখা।
খুব প্রেম তাকে করি
             মোর তুমি সহ-চরী।
বহু কথা আছে জমা
             বলি তবে প্রিয়-তমা।
যত আমি দেখি শুধু
             শান্তি হেন অশ্রু মধু।
ম্লান মনে তৃপ্তি জাগে!
             বাধা সব শূন্য লাগে।
করি প্রেম অন্তঃ দিয়ে
             তুমি রবে মোর প্রিয়ে।
রুদ্ধ শ্বাস কোলাহল!
             ভয় হোক মনোবল।
সুখ এলে তুমি নিয়ো
             দুঃখ হলে মোরে দিয়ো।
দৃঢ় হচ্ছে সৃষ্টি পথ
             আছে সদা এক মত।
হোক রাস্তা টলোমলো
             হাত ধরে হর্ষে চলো।
এক সাথে পার হবো
             মোহ ছেড়ে আগে যাবো।
যদি প্রেম করো মোরে
             সদা থাকো হাত ধরে।
প্রেমী শুধু ভেবো নাকো
             বন্ধু হয়ে সদা থাকো।


রচনাকাল -
নিজ বাসভবন
১৮/০৭/২০২০
সন্ধ্যা - ০৬:৪৭