পানবানানো-পানখাওয়া এবং ২০১৬ বিধানসভা, পশ্চিমবাংলা
সুব্রত সামন্ত (বুবাই)


মনের মধ্যে পিড়ীত জন্মালে...


এতগুলো দলের মধ্যে থেকে
যে কোনো একটা দল বেছে নিন।
বাছাইকৃত পাতাটিকে নিজের মতো করে কাটাছেঁড়া করুন।
এরপর যেটা করবেন :
হ্যাঁ , ঠিকই বুঝেছেন। জনগণের নজরে চুন লাগান।
বিশেষ করে এই সময় লক্ষ্য রাখবেন
সঠিক মাত্রাটার দিকে...
কারণ এ সময় আপনার একটু অসাবধানতার জন্য
অনেক কিছুই ঘটতে পারে।
এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক হলে
নিন এবার শুরু করুন।
‘লাঠি-সোটা-বোমা-বারুদ কতটা আছে’ ?
এসব সুপারি, জর্দা ছাড়া কি আর পান সাজা সাজে।


পান সাজা শেষ হলে  ;
দোকানদার সাজা পান বাড়িয়ে দিল
ছোটো ছেলেটির দিকে...
ছেলেটি দৌড়ে গিয়ে দিয়ে আসে বাবুর হাতে।
বাবু মনের সুখে গোটা কয়েকবার চিবিয়ে থুক করে
পানের লাল খুন বের করে ফেলে দেয় রাস্তাতে।
তার কিছুক্ষণ পরেই খবর পেলাম
আরো গোটাকয় খুন হল আমার তল্লাটে।