বাঁশী
শঙ্কর রুদ্র


শূন্য তোমার পুণ্য হৃদয়
তাইতো ওঠে সুর
হাওয়ায় দোলে সুরের নাচন
তাই এতো মধুর।
শুষ্ক তুমি দীর্ঘ দেহী
সপ্ত ছিদ্র ধারী ।
তোমার নামে রাখাল রাজা
হলো মুরলিধারী।
ননীচোরার অতি প্রিয়
শোনাও প্রেমের ধ্বনি
তোমার সুরে পাগল হলো
সহস্র গোপিনী।
মধুর বাঁশী জানি তুমি
বাঁশের বংশ জাত
তোমার পরে সুরের পাগল
করলো মাথা নত॥


নবগ্রাম
5/6/19