জানালার বাইরে অঝরে পড়ছে বৃষ্টি
কখন ও আবার এক চিলতে রোদের হাসি
নীল আকাশে কালো মেঘের আঁকিবুঁকি
আজ মনে কেন বেদনার সুরের বাঁশি ।
সময়ের বাঁকে হারিয়েছি অনেক কিছু
নিস্তব্ধ মনের ঘরে আজ কারো সারা নেই
ক্ষণিক সুখে স্বপ্ন লেপে মন করে হাহাকার
জমেছে বুকে ক্ষত, তাই আমি ভালো নেই ।
বন্ধ ঘরে জমে আছে কত ক্ষত বিক্ষত স্মৃতি
বিষাদে ভরা স্মৃতি গুলো যন্ত্রণা দেয় আমাকে
আজ শুধু তোমাকে না পাওয়ার দীর্ঘশ্বাস
হৃদয়ের কাছে থেকেও ছুতে পারিনা তোমাকে ।
মনের নিরবতা গ্রাস করেছে বেঁচে থাকার স্বপ্ন
বোবা টেলিফোনে আজ আর কোন ভাষা নেই
জীবন্ত লাশ ঘরে খুঁজি সুখের ঠিকানা
জমেছে বুকে ক্ষত, তাই আমি ভালো নেই ।