সুখের খোঁজে উড়নচণ্ডী পাগল আমি
তবুও ভালোবেসে ধরলে আমার হাত
হাতের মুঠো টা আজ ভোরে গেলো প্রেমে
তাই ভালোবাসার মানিনা কোন জাতপাত
পথের ধুলো ভরা রুক্ষ চুল
চোখের নিচে কালদাগের ছায়া
নির্জনতা ভেঙ্গে মনের ঘরে নাড়লে কড়া
ভরেদিলে তোমার ভালোবাসার মায়া
ঘামে ভরা আঙুলের মাঝে তোমার আঙ্গুল
তোমার জন্য মনটা আজ শুধু ঋণে ভরা
মন পাখিটা আজ পেয়েছে তার বাসা
মিষ্টি আলোতে ভরা রাতের বসুন্ধরা
আচ্ছা তুমি কি আমার সুখ পাখি হবে?
এক মুহূর্তে হয়ে গেলে চোখের মণি
আমার শুষ্ক চোখে সুখের অশ্রু এলো
যখন মাঝরাতে তুমি টেলিফোনের ধ্বনি
আমার শূন্য বুকে আজ দীর্ঘশ্বাস
এটাই আমার বেঁচে থাকার আশ।।