শ্মশানে মৃত দেহের ভিড় জমেছে সারি সারি
একে একে পুড়ছে দেহ, জ্বলছে চিতায় আগুন
বাতাসে শুধু পোড়া লাশের গন্ধ দিচ্ছে পারি
বেঁচে থেকে মনটা পুড়েছিল এর থেকে দ্বিগুণ
মনটা পুড়ে গেছে আগে, এখন দেহ পোড়ার পালা
চিতার বিছানায় শুয়ে জুড়াবে প্রানের জ্বালা
হাসিখুসি মন কান্নায় ভোরে যায়, পোড়ায় যখন
জ্বলন্ত আগুনে শুয়ে কারো বাবা মা বা আত্মীয় স্বজন
অনেক স্বপ্ন অপূর্ণ রেখে নিতে হয় চিরবিদায়
অহংকার লোভ ভরা জীবনে সব পুড়ে হবে ছাই
স্বপ্ন আজ স্বপ্ন থাক, অল্পতে শান্তি রাখি মনে
স্মৃতিটুকু থাকবে মনে, অহংকার লোভ পুড়বে শ্মশানে
চারিদিকে শুধু মনহীন জীবন্ত লাশে ভরে গেছে
যেদিকটা তাকাই সেদিকে দেখি শ্মশান হয়ে গেছে
প্রকাশ্য রাস্তায় ভরে গেছে রক্তেভেজা মরার ভিড়ে
মনে কষ্ট নিয়ে অশ্রু ঝরায়, চারকাঁধে যায় শ্মশানে
সবার মনে কষ্ট দিয়ে তুমি পৌঁছে যাবে সুখের চুড়ায়
একদিন সবাইকে পুড়তে হবে ওই অনল শিখায়
প্রতিজ্ঞা করি আমি স্মৃতি হয়ে থাকবো সবার মনে
একদিন ত যেতেই হবে মৃতের ভিড়ে ঠাসা শ্মশানে।।