বাস্তবতা সেতো এক বিভ্রম, কিন্তু এটাই স্থায়ী
মানুষ দেখতে সুন্দর, মনটা পুরোই অস্থায়ী ।
মানুষের চেয়ে কেউ নয় মমতাময়
তবুও কেন সবার মনে নেয় প্রেমময়?
বিচিত্রময় আমাদের দেশ, কিন্তু লক্ষ্য শুধু টাকা
দুনিয়াটা টাকাই সব বাকি সব কিছু ফাঁকা ।
তাই ক্ষুধার ঠাকুর থাকে বিবস্ত্র হয়ে মন্দিরের বাইরে
লক্ষ টাকার খাবার থাকে মন্দিরের ভেতরে ।
আমি আমার প্রিয়জন সুখে থাকুক সবাই করে প্রার্থনা
মানুষ হয়ে বিনা স্বার্থে দেখিনা তারা ভালো আছে কিনা!
নিজের সুখের জীবন তৈরি করতে অন্যের করছি ক্ষতি
ভাবেনা কেউ অন্যজনের কথা, কি হবে পরে তার গতি।
টাকাতে কি তৈরি ভালো মানুষের পরিচয় ?
ধনী গরিব এর লড়াই এখন জীবনটা অপচয় ।
পরের সুখে আমাদের মনের ঘরে যত হিংসার বাস
অনেক টাকা আর ভালো রেজাল্ট এই নিয়ে মানুষরুপি লাশ
বদলে গেছে মানুষের মন, তাই বদলে গেছে দিন
মানুষের বিবরণ খুঁজতে গিয়ে স্বাধীন হয়েও মনটা হল পরাধীন
আচ্ছা ভালো মানুষ কাকে বলে??
আমাকে জানিও কেউ খুঁজে পেলে ।।