আমার পৃথিবী চৌকো, ছোট
ইট কাঠ পাথরে বাঁধা
আমার পৃথিবী ঝাপসা, রঙহীন
আমার পৃথিবী সাদা ।


আমার পৃথিবী বিকেল সকাল
শুয়ে শুধু শোনা, যত কোলাহল
নেই স্কুলবেলা, কোন খেলাধুলা
সাঁতার কাটা, দীঘি টলটল ।


বর্ষা কালের টাপুর টুপুর
আম কাঁঠালের তপ্ত দুপুর
শিশির আচার, কোকিলের সুর
হাত বাড়ালেই যায় বহুদূর।


পাতার ফাঁকে আলোর রেখা
আমার বিছানা তাতেই আঁকা
হালকা হাওয়ায় মাথা নাড়ায়
দিন কেটে যায় তাদের সাড়ায়।


আমার পৃথিবী মা'র চোখে জল
সন্ধ্যাবেলা চাদরে ঢাকা
বাবার চোখে থার্মোমিটার
ওষুধের গুলি, ফিরে শুয়ে থাকা ।