কতক গুলো লাইন সকাল থেকে জ্বালাচ্ছে---------



দুঃখদের শীত ঘুম ভাঙছে-তাই
ফাগুন  ক্ষনে কান্নার আয়োজন চলেছে মনে।
বহু হতাশার মাঝে দেখি তাকে রোজ
ভালো লাগা খেলা করে গোপনে।
অসামঞ্জস্য একতড়ফা আবেগ শুধু
কল্প জালে জড়ায় আর কেঁপে ওঠে বেগুনী নিঃশ্বাসে।
ছাতিমের গন্ধ আর নেই বাতাসে
ভেজা দোপাটি আগলে রাখে আমাকে।
অপরাহ্ন চোখ অপেক্ষায় থাকে গোধূলির আশায়
আবার যদি সে আসে আর একবার!