ভূতের আমি ভূতের তুমি
আর কে বাকি আছে
ব্রম্ভদত্যি নেত্য  করে
দেবদারুর ঐ গাছে।
নেইকো ভাবনা নেইকো চিন্তা
দাঁত কেলিয়ে হাসে
পেত্নী গুলো ঘুরে বেড়ায়
শ্যাওড়া  গাছের পাশে।
হোৎকা ভূতে করল কেলো
আমড়া খেতে গিয়ে
আঁটিটা যে গলে গেলো
কন্ঠনালী দিয়ে।
শাঁখচুন্নী শাঁখ বাজিয়ে
করল পাড়ামাত
কানের পোকা গেল বেরিয়ে
মামদো হলো কাত্।
রাতবিরেতে বেলগাছেতে
পেত্নী ঝোলে ডালে
মামদো ভূতের ঝিম ধরেছে
দুলছে তালে তালে।
একটু দুরে জাম গাছেতে
দামড়া ভূতে চড়ে
তাই দেখে ঐ চিমড়ে ভূতে
হুমড়ি খেয়ে পড়ে।
লাল লন্ঠন করে ঠনঠন
ঝাঁকড়া চুলো ভূত
এগিয়ে আসে আরো কাছে
ঠিক যেন যমদূত।...................