স্বপ্নিল সন্ধার মায়াময় আকাশে
নিদাঘ মরুর প্রতিচ্ছায়া,
ইতস্তত বিক্ষিপ্ত পদচারণা
খুঁজে পায়না গন্তব্য |
সন্দিগ্ধ শান্ত্রির ভ্রুকুটি
তবু ওরা পিছু ধায়|
আদিম লিপ্সার তাড়না
ওদের কুরে কুরে খায় |
রাত্রির বিসন্নতা যখন প্রকট হয়
ক্লান্ত হয়ে ওরা ফেরে হতাশার চৌখুপীতে
কেউ ভাবে মনগড়া প্রেমিকার মুখ |
রাত্রি গভীর, নিদ্রাহীন চোখ
কয়লার ইঞ্জিনের কান্না
রাতজাগা পাখিদের হাহুতাশ
বাঁচার আকাঙ্খাকে কমিয়ে দেয় |
লোকে বলে হতাশা
আমি বলি না পাওয়ার আক্ষেপ |…………………….সুব্রত