সময় করোনা কাল
মনে মেঘ একতাল
পূজো এলো গেলো
যেন কেটে গেছে সব তাল।
বিদেশ বিভূঁইয়ে থাকা
দিন কাটে খালি একা..
কবে এলো পূজো
কবে গেলো পূজো
ঠাহর পাইনি আজও।
একদিন বললো বাড়ি থেকে
আজ অষ্টমী
তাই লুচি ভাজা
বৌ বলেছিলো 'ভালো'।
সন্ধ্যে বেলায় বাড়ি ফিরে যখন
কাচা কাপড় মেলি বারান্দায়
নাকে লাগে শরতের হাওয়া
বড়ো একা লাগে তখন।।
ভারাক্রান্ত মনে
খুশি থাকার চেষ্টায় ব্যস্ত মন
পারি ক ই..?
ভয় আর সঙ্কার নাগপাশে
পেঁচিয়ে আছে ভাবনা
কি করে করি ধনাত্মক চিন্তা?