জং ধরা মনের পর্দা সরিয়ে
তাকিয়ে ছিলাম বৃষ্টি ঝরা আকাশের দিকে
গলে যাওয়া মনটা  কখন তিস্তা হয়ে
বয়ে গেছে ব্রম্ভপুত্রের বুকে |
ত্রি-স্রোতার অন্তর স্রোতে তলিয়ে যায় মন ......
আত্রেয়ীর জলে জেলেদের সাথে মাছ ধরা খেলা
করতোয়ার স্রোতে বৈকুন্ঠপুরের জঙ্গল
পুনর্ভব মন ফিরে আসে গঙ্গার বুকে |
চেরা মেঘ ফিকে নীল আকাশে গাংচিল
বুকে হাঁটা গাং হাতরা চিতি কাঁকড়া
দাগ কাটে পলির ওপর .....
খেয়া  নৌকোর মাঝিটা গলা চড়িয়ে হাঁকে
গঙ্গারামপুর ...................|




**তিস্তার ভালো নাম ত্রি-স্রোতা (আত্রেয়ী ,করতোয়া ,পুনর্ভব )