ওরা কারা ! কোন নরকের বিষাক্ত পাপী
কোন স্পর্ধায় ওরা ধ্বংসের সংলাপ বুনে
কোন অধিকারে ওরা আজও বেঁচে আছে
কোন অজুহাতে ওরা সাজে মানুষের বেশে
পশু কখনও মানুষ হতে পারে ?
সাবধান! তবে ভাঙ্গবে সমাজ , জ্বলবে যত অসহায় ইজ্জত ,
শব্দের স্বাধীনতা এখানে সবার
একা কারও নয় -
কিন্তু ওরা কারা !  চোখ , মুখ ঢাকা
গোটাকয়েক সন্ত্রাসীর দল , কি পরিচয়
তাদের আজ বাংলার কাছে , বাঙ্গালির কাছে
আমরা জানি অভিজিৎ আরও আরও হবে অভিজিৎ
সন্ত্রাসী তুমি দেখনি গর্জন , দেখনি কবিদের রক্তিম তাণ্ডব
দেখনি তুমি সন্তান হারা মায়ের নিঃসঙ্গ বিলাপ
সাবধান ! এবার নিজেকে সামলাও
নাহলে তরুণ দাবানলে পোড়ে ছাই হবে
তোমার চোখ , মুখ শরীর ।  
আমরা ভয় জানি না জানি -
তাই সন্ত্রাসী তুমি সাবধান ।