ট্রামলাইন বেঁকে যায় জাতীয় সড়কে,
পাশাপাশি ভাঙ্গা বস্তী সব, বৌদিরা বসে আছে
ঠিক যেখানে ল্যম্ফ পোষ্টের আলো গিয়ে পৌছয় নি,
নব দম্পতির রুপের মতো সৌন্দর্য রহ্স্য
চারিদিকে নীরবে জাল পেতেছে , না জানি কোন
মিলনের অপেক্ষায়; তৃষ্ণার্ত পথিকের কৌতূহল
সীমানা ছাড়ায়, নূতন ফাগুনি হাওয়ায়;
এখানে সকলেই সকলের অচেনা,
সকলেই এখানে আরও একটু নগ্নতা চায়,
বাঁচার দরুন, কিন্তু আমরা তো নির্বাসিত,
তাই এ যাত্রা আমাদের নয়, কবি।