পাঁচমাথার মোড় এখন ট্রামলাইন যুদ্ধ,
আচমকা চলে গেছে সরু পথ ধরে, একপাশে
অচেনা শালিকের সঙ্গম, আরেকপাশে তরুণ মেয়ের
ভালোবাসা; দ্বন্দ্ব লাগে মনে,
সবে উঠতি যৌবন; এখন উপবাস হবে শহরের মানুষ,
বাসর রাতে, আদিমতা ভালোবাসে চারদিকের সজীব,
কখনও তুমুল তাণ্ডব বাঁধে ঘরে ঘরে,
তবু অদৃষ্ট, মানবতা বিমুখী।