এখানে নিঃসঙ্গতা সামুদ্রিক ঢেউয়ের মতো
উঠানামা করে; অনর্গল বৃষ্টি ভেজা আকুলতায়
এখানে কুমারীরা উন্মক্ত রাখে যৌবন; বেলাশেষে
নষ্ট শব্দের ভয়ে বাকিরা নীরব; যত কথা প্রেম
একা অন্ধকারে প্রাণ ফিরে পায় বাঁচার আঙিনায়,
তবু দৈহিক মিলনে এখনও শর্ত আছে; কারা অকারনে
মাঝরাতে পরিক্রমা করে শহর? কারা মৃত্যুকে
ভালোবেসে বিসর্জন দিতে চায় সুখ!
লিপিবদ্ধ রাখো সব।


এখন পারমানবিক ষড়যন্ত্র চারদিকে ঘুরে বেড়ায়,
ছোট ছোট হাতিয়ার এই গণহত্যার জন্য দায়ী,
কোনও অভিযোগ আর নেই কারও,  
তবু লাশ পড়ে; প্রকাশ্যে হামাগুড়ি দেয়,
নীরবে বাঁচতে চায় আগুনে জ্বলতে থাকা ঐ শরীর।
কারও হাতে কথা নেই, তবু সংখ্যা বারে হাজার হাজার
এখন সময় সারিবদ্ধ ভাবে দাঁড়াবার,
না হলে গনতন্ত্র ধূলিসাৎ।