যে জল নীরবে আসহ্য যন্ত্রণা থেকে পালিয়ে যেতে চায়
যে মহনা বিষক্রিয়ার ফলে পাথর হয়ে উঠে
যে নারী অবহেলা পেতে পেতে আরও নারী হতে চায়


আমি কি তাদের মতো নই
আমি কি সুখ পেতে গিয়ে বিষপান করে দেখিনি
ঠিক কতোটা হৃদয় পুড়লে তবে নির্বাক হওয়া যায়


আমি কি দেখিনি কিরুপে চেনাশুনা মুখ নিমেষেই
মেঘলা আকাশের মতো চোখ পাল্টায়


তবে কেন এতো অভিমান সকলের চোখে মুখে, কেন


বলে দিতে পারো প্রিয়ম্বদা?


________________
৩১মার্চ ২০১৭