পুষ্পকে করিয়া অর্পণ, প্রভু তোমারি চরণে
পুজায় মন্ত্র উচ্চারণে, অঞ্জলি গ্রহন যে ধুতি পরনে
অজ্ঞরা কবে বুঝবে হে প্রভু, বিশ্বশান্তি ও মানবকল্যাণের এই যজ্ঞ?
আগ্রহে রহিয়াছি প্রভু আত্মসংযমে আমরা ছোট-বড় সকলি।


ওদের ক্ষমা করো হে প্রভু প্রার্থনা করিতেছি নতস্বরে
কলহের জন্য প্রতীয়মান রহিয়াছে অজ্ঞরা যে মোহে।
হিংসা বিভেদের সিঁড়ি আজ ও দেখিলাম না কমিতে
সতত মহাকালের এই ক্রান্তিলগ্নে প্রভু নাহি চাই দেখিতে!


ছিদ্রগুলো ক্রমে ক্রমে হইতেছে বিশালাকার
কর্মের ফলগুলো জমে জমে হইতেছে পাহাড়।
ওদের মুক্ত করো হে প্রভু প্রার্থনা করিতেছি নতস্বরে
পশুত্বকে বিসর্জন করিয়া মনুষ্য, কবে যে মনুষ্যজগত বুঝিবে?


পুষ্প ও অঞ্জলি প্রভু হইয়াছে পবিত্রতার বাহক
অন্ধকে পথ অজ্ঞকে জ্ঞান-দান, হে প্রভু যতই সে নিষ্ঠুর হোক!
কর্মের সঠিক পথে চলিতে, মোদের ছিন্ন হোক মায়ার বাঁধন
পুষ্পাঞ্জলি প্রভু চরণে, মৃত্যুই কি মনুষ্যর অন্তিম লালন?



বি.দ্র:- [ প্রার্থনা হোক সকলের জন্য। ]